জুলাই ১২, ২০২৪, ১২:৫১ এ.এম
দেশের চাল – মাহফুজা রহমান

দেশের চাল
মাহফুজা রহমান
এদেশের চাল
বুঝা মুশকিল,
কাজ করে দামাল!
বলে এসে কামাল!
করনারে যুদ্ধ
হও বলি শুদ্ধ,
দামাল কামাল ভাই
একে অপরকে চাই!
রসুনতো এক
ছড়ালেই ফাঁক,
ঘরেও থাকে শত্রু
আপন এক মৃত্যু!
এক তারা জাত
খায় দুধভাত,
মিলিয়া এক বাটিতে
সকাল হইতে রাতে!
সাধারণ জন
না বুঝিয়া ক্ষণ,
এসে নাক বাড়িয়ে
বুঝায় সে দাঁড়িয়ে!
সেওযে অবুঝ
রাখেনা খোঁজ,
শুধু নামটিই হাজ্বী
ঢাকাও যায়নি পাজি!
এই হলো দেশ
বললেই শেষ,
চলো নিজের মত
দেখোনা কোন ক্ষত!
তাছাড়া আরকি
রমোনা ঝুমকি,
কারে রেখে কাকে বলি
সবই' তো এক গলি!
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM