জুলাই ১১, ২০২৪, ২:৩৭ এ.এম
পরিণয় – শাহজালাল সুজন

পরিণয়
শাহজালাল সুজন
বিয়ে হলো প্রভুর হাতে
দুই আত্মাতে রয়,
গড়ে সংসার মায়াডোরে
ধর্মের বিধান কয়।
কলিযুগে বিয়ের ধরণ
হরেক কিসিম সাজ,
কেউবা সুখে দিনাতিপাত
কারো কপাল ভাঁজ।
চারটি গুণের কথা আছে
হাদিস খুলে পাই,
লোভের ফাঁদে অন্ধ হয়ে
পেত্মী হলেও চাই।
বংশ অর্থ সৌন্দর্য আর
দ্বীনদার হলো চার,
সংসার মাঝে স্বর্গ ছোঁয়া
পরশ পাবে তাঁর।
সংসার ভাঙ্গার হার বেড়েছে
পরকিয়া বেশ,
সংসার মাঝেই কোঁচের ইঁদুর
হবে সবই শেষ।
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM