জুলাই ১০, ২০২৪, ১০:৫৮ পি.এম
পাখি – বিধান চন্দ্র দেবনাথ

পাখি
বিধান চন্দ্র দেবনাথ
সকাল বেলা পাখির ডাকে
ভেঙ্গে যাবে ঘুম,
বেলা ওঠার সাথে সাথে
কাজের পড়ে ধুম।
গাছে গাছে পাখি ডাকে
কিচির মিচির সুরে,
দলে দলে উড়ে উড়ে
ফিরে আপন ঘরে।
সারাদিনের ক্লান্তি ভুলে
আপন ঘরে এসে,
মনের সুখে নিদ্রা যাবে
নিজের বাসায় বসে।
সকাল যখন হবে আবার
ছুঁটবে আকাশ পানে,
মনের কষ্ট ভুলবে তারা
কিচির মিচির গানে।
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM