বৃষ্টি পড়ে টাপুর টুপুর
সকাল বিকাল কিংবা দুপুর,
বর্ষাকালে টিনের চালে
বৃষ্টি ঝরে মিষ্টি মধুর।
নূপুর পায়ে বৃষ্টি মেয়ে
রিনিঝিনি নেচে গেয়ে,
সারাটা দিন থাকে মেতে
শহর নগর কিংবা গায়ে।
বন বনানী বৃক্ষলতা
সেই সুরে পায় সজীবতা,
আলিঙ্গনে প্রেম কাননে
ডানা মেলে কচিপাতা।
বৃষ্টি আসে সৃষ্টি কুলে
ধরা হাসে ফুলে ফলে,
যৌবনা নদ উপচে পড়ে
দুকূল বেয়ে ছুটে চলে।