জুলাই ১০, ২০২৪, ১২:১৯ এ.এম
ভালোবাসার রং – আব্দুস সাত্তার সুমন

ভালোবাসার রং
আব্দুস সাত্তার সুমন
ভালোবাসার রংধনুতে
লাল গোলাপের মালা,
স্রোতে আসে উথাল পাথাল
হাজার রঙের তালা।
গভীর রাতের আলো জ্বেলে
প্রেমের আলাপনে,
ভালোবাসার রঙের সারি
তৈরি করে মনে।
প্রসাধনী সুবাস ছড়ায়
চন্দন মাখা আতর,
ভালোবাসি বাক্য টুকু
ধরায় মনে কাতর।
প্রেমে প্রেমে রঙের বর্ণ
স্বর্গ থেকে কেনা,
রঙে রঙে বৃষ্টি ঝরায়
এক ফোটা জল দেনা!
হাসিখুশি দুঃখ জ্বালা
জোয়ার ভাটার মেলা,
ঠান্ডা বাতাস গরম হাওয়ায়
এইতো প্রেমের খেলা।
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM