জুলাই ৬, ২০২৪, ১১:৪৯ পি.এম
খুকির প্রশ্ন – আব্দুস সাত্তার সুমন

খুকির প্রশ্ন
আব্দুস সাত্তার সুমন
আব্বু তুমি কেন লিখ
কবিতা যে এত!
এত লেখা লেখে কি বা
টাকা আনবে কত?
তোমার লেখা কারা পড়ে
বুঝিনা যে আমি,
উপহারে ঘর ভরেছো
কোথায় পেলে তুমি?
ছড়ায় ছড়ায় কথা বল
আমায় দূরে রেখে,
শত শত হাজার লেখ
শিখলে কোথা থেকে?
দুষ্টু আব্বু সময় দাও না
তোমার সাথে আড়ি!
আম্মু আমার রাগ করোনা
কিনবো ঘোড়ার গাড়ি
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM