জুলাই ৬, ২০২৪, ১২:১৮ এ.এম
ঘোড়া দৌড় – শাহজালাল সুজন

ঘোড়া দৌড়
শাহজালাল সুজন
টগবগিয়ে চলছে ঘোড়া
কান দুটো তার খাড়া,
ঘোড় সওয়ারি চাবুক কষে
করছে জোরে তাড়া।
হ্রেষা করে ডাকে ঘোড়া
ঘুঙুর বাজে গলে,
উৎসাহ পায় ঘোড় সওয়ারি
মাঠের উপর চলে।
গাঁও গেরামে ঘোড়ার খেলা
ঐতিহ্যতে ভাসে,
ঘোড় সওয়ারি সদলবলে
ঘোড়া নিয়ে আসে।
নবীন প্রবীণ কাঁধ মিলিয়ে
দেখে ঘোড়ার খেলা,
উৎসব মুখর পরিবেশে
কাটে সারা বেলা।
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM