জুলাই ৬, ২০২৪, ১২:০২ এ.এম
দাদু – মোঃ রহমত আলী

দাদু
মোঃ রহমত আলী
দাদুর মাথায় টাক
বৃষ্টি পড়ে টুপটাপ,
গরম মাথা ঠান্ডা
হঠাৎ চুপচাপ।
দাদুর চোখের পাওয়ার
দাঁত নেই খাওয়ার,
তবু পান খায়
চালভাজা চায়।
দাদুর হাতের লাঠি
পথ চলার সাথী,
কথা বলেন খাঁটি
প্রাণের প্রিয় নাতি।
দাদু জ্ঞানী পাকা
সত্য বলেন সদা,
হাসিমুখে মনোব্যথা
দেন তবুও দোয়া।
দাদুর কান খাড়া
শোনেন ঢের কথা,
বুড়ো ছোট খোকা
জেদ ধরা রাজা।
দাদু করবে বিয়া
দাওয়াত নাহি দিয়া,
বিদায় কালে মিয়া
কাঁদবে সবার হিয়া।
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM