পৃথিবীটা যদি নীল সবুজে ঘেরা সহ সাত রঙ্গের হতো মেলা
পরীদের মত ডানা মেলে উড়ে বেড়াতাম যেন সারা বেলা।
চন্দ্রটা যদি হতো সব রঙ্গের স্বর্গ সহ যেন সুগন্ধি ফুলের বাগান
রাতভর সবাই মিলে হৈ-চৈ করে গেয়ে যেতাম ঘেটু গান।
সূর্যটা যদি এ-ই মাঠ পান্থর সব জাগায় হতো উষ্ণ-শীত
বন্ধু-বান্ধব সবাই মিলে আনন্দের সাথে গাইতাম যেন গীত।
নক্ষত্রটা যদি গ্রহগুলোর সাত রং সহ রাঙানো হতো ধ্রুবতারা
পৃথিবীর মানুষ সবাই সুখ-শান্তি সহ পেয়ে যেন হতো আত্মহারা।
সুজলা সুফলা শস্য শ্যামলা এই সব আমাদের বাংলাদেশে রত
কাঙ্ক্ষিত স্বপ্ন যেন পৃথিবীতে সবকিছু এমন যদি হতো।।