1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৯:২৬ অপরাহ্ন

মেহেরপুরে গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের সুবিধাভোগীর মাঝে চেক বিতরণ। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ৬৪ বার পঠিত

মেহেরপুরে গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের সুবিধাভোগীর মাঝে চেক বিতরণ

মেহেরপুর প্রতিনিধি ঃসমবায় অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দুগ্ধ ও মাংস উৎপাদনের মাধ্যমে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যশোর ও মেহেরপুর জেলায় সমবায় কার্যক্রম বিস্তৃতকরণ প্রকল্পের সুবিধাভোগী সদস্যদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনে সুবিধাভোগী সদস্যদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন (ভার্চুয়ালি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণের উদ্বোধন করেন।

প্রকল্প পরিচালক ও যুগ্ম নিবন্ধক, বিভাগীয় সমবায় কার্যালয় খুলনার মিজানুর রহমানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আনারুল ইসলাম, জেলা সমবায় অফিসার জনাব প্রভাষ চন্দ্র সদর উপজেলা সমবায় কর্মকর্তা মনিরুজজামান, জেলা সমবায় কার্যালয়ের সহকারী প্রশিক্ষক রোকনুজ্জান তুষার প্রমুখ এ সময় সেখানে উপস্থিত ছিলেন।
জনপ্রতি ১ লক্ষ ৫ হাজার টাকা করে ১ কোটি ৫ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD