1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. : temp-login-dUskg4pL3VIPu1S :
  3. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘনকুয়াশায় ফেরি চলাচল বন্ধ।। দৈনিক নয়া কণ্ঠ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সাড়ে ৬ ঘন্টা পর ফেরি চলাচল শুরু।। দৈনিক নয়া কণ্ঠ কেন চলে গেলে? মহসিন আলম মুহিন মাঘ মাসে গরম – আব্দুস সাত্তার সুমন  সদরপুরে অটোরিক্সা-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ ছাত্র নিহত।। দৈনিক নয়া কণ্ঠ ধামইরহাটে বাদ পড়া এবং নতুনদের  ভোটার তালিকা কার্যক্রম শুরু।। দৈনিক নয়া কণ্ঠ  বিএনপির অফিস পোড়ানোর মামলা,পোরশায় আ. লীগের ৫ নেতা কারাগারে।। দৈনিক নয়া কণ্ঠ রুশ বিপ্লবের মহান নেতা ভ্লাদিমির ইলিচ লেনিনের ১০১ তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা।। দৈনিক নয়া কণ্ঠ উন্মাদ – বিনয় দেবনাথ নওগাঁর মান্দায় নির্বাহী কর্মকর্তার উদ্যোগে খাস ও ভিপি সম্পত্তি উদ্ধারে গণশুনানী।। দৈনিক নয়া কণ্ঠ

মমতাজ চৌধুরীকে মনোনয়ন বঞ্চিত করায় দেশ ও প্রবাসে তীব্র ক্ষোভের সৃষ্টি – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ২৮৮ বার পঠিত

মমতাজ চৌধুরীকে মনোনয়ন বঞ্চিত করায় দেশে এবং প্রবাসের মাটিতে সাধারণ জনগণ ও নেতা কর্মীদের মাঝে কান্নার রোল মিশ্র প্রতিক্রিয়া ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক ঃ নেত্রকোনা

নেত্রকোনা ৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য রেবেকা মমিনের মৃত্যুতে আসনটি শূন্য হলে সরকারী এক প্রজ্ঞাপন জারি করে উপনির্বাচনের তারিখ ঘোষনা করে।

জানা যায়, এ আসন থেকে সাত জন মনোনয়ন পত্র জমা দেন বাংলাদেশ আওয়ামীলীগ এর পক্ষে।
এর মধ্যে অন্যতম ছিলেন, আওয়ামীলীগ এর দুর্দিনে কাজ করা ও দেশ স্বাধীনতার যুদ্বে অংশ নেওয়া ও দল সংগঠিত করায় ভুমিকা রাখা বীর মুক্তিযোদ্ধা মমতাজ চৌধুরী।

প্রবাসে এবং দেশে একাধিক সূত্র থেকে জানা যায়, মমতাজ চৌধুরী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চাকরী করা সুবাদে জেদ্দাহ আসেন পরে কুয়েত এয়ার ওয়েজের এয়ার পোর্ট ম্যানেজার হিসেবে কাজ করেন ও জেদ্দায় আওয়ামীলীগ এর রাজনীতিতে সক্রিয় হন। মোটা অংকের বেতনের চাকরি ছেড়ে দেশ এবং প্রবাসীদের জন্য নিজেকে সন্নিবেশ করেন ও প্রবাসী রেমিট্যান্সযোদ্ধাদের পাশে দাড়ান।
দলের দুর্দিনে কাজ করা মমতাজ চৌধুরী জেদ্দাহ মহা নগর আওয়ামীলীগ এর সেক্রেটারি পরবর্তিতে সভাপতি নির্বাচিত হন।

জেদ্দাহ আওয়ামীলীগ এর ১০ সংগঠনের নেতারা জানান, মমতাজ চৌধুরী একজন মুক্তিযোদ্ধা হিসাবে দেশ এবং দেশের বাহিরে রাজনীতিতে তিনি একজন অকুতোভয় বীর।
তিনি দলের বিভিন্ন ক্রান্তিলগ্নে প্রবাসে নেতা কর্মীদের ঐক্যবদ্ধ ও মনোবল চাঙ্গা রেখে একজন পারদর্শী সংগঠকের ভূমিকা পালন করতেন এবং বিভিন্ন বুদ্ধি পরামর্শের মাধ্যমে এখনও করে যাচ্ছেন।১৯৯৮ সালে বন্যার্তদের সাহায্য , ২০০৪ গ্রেনেড হামলায় আহতদের চিকিৎসার জন্য আর্থিক অনুদান , ১/১১ সময়ে কারবন্দী নেত্রী শেখ হাসিনা মামলা পরিচালনার জন্য অনুদান ও মুক্তি পরিষদ গঠন সহ মুক্তি দাবী করে দেশ বিদেশে আন্দোলন বেগবান করেন ।

প্রবাসী সংগঠনের কয়েকজন নেতার সাথে কথা হলে তারা নয়া কণ্ঠ কে জানান, আমরা খুবই মর্মাহত যে, যারা দুর্দিনে দলের জন্য কাজ করে এবং রাজপথে নিজের রক্ত ও অর্থ দিয়ে দল কে সামনে এগিয়ে নিয়ে যায় তাদের মধ্যে মমতাজ চৌধুরী অন্যতম। মমতাজ চৌধুরী প্রবাসে থেকে প্রবাসীদের সুখে দুখে পাশে দাঁড়িয়েছে, ১/১১ এর সময় দল কঠিন সংকটে পরলে প্রবাস থেকে অর্থনৈতিকভাবে দল কে সাপোর্ট দিয়েছে, দলের জন্য একজন নিবেদিত প্রাণ , দলের জন্য কাজ করা এমন একজন প্রবাসী নেতাকে মনোনয়ন না দেওয়ায় আমরা হতাশ,এর আগে ২০১৮ সালেও তাকে মনোনয়ন দেওয়া হয়নি , উনি নেত্রীর নির্দেশে দলের সিদ্ধান্ত কে মেনে নিয়ে মনোনয়ন বঞ্চিত হয়ে নেত্রীর সিদ্ধান্তের উপর অটল থেকে দেশ এবং প্রবাসী নেতা কর্মী নিয়ে নৌকার পক্ষে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করেন। আমরা আশা করেছিলাম যেহেতু উনি একজন মুক্তিযোদ্ধা , রিমিট্যান্স যোদ্বা হয়তো এবারের উপনির্বাচনে তাকেই মনোনয়ন দেওয়া হবে, কিন্তু আমরা দেখলাম তার উল্টা, এটা খুব’ই দুঃখজনক।

একজন মুক্তিযোদ্ধা ও প্রবাসী নেতা হিসাবে তিনি এটার যোগ্য এবং প্রাপ্য ছিলো বলে তারা বলেন। ‘
কয়েকজন প্রবাসী রেমিট্যান্সযোদ্ধার সাথে কথা হলে তারা জানান, মমতাজ চৌধুরী ভাই ছিলেন আমাদের কাছে ফেরেস্তার মত, তিনি সুখে দুঃখে যেভাবে আমাদের পাশে থাকেন তাতে আমরা এবার আশা করেছিলাম উনি যদি এম পি হয়ে সংসদে যায় তাহলে প্রবাসীদের মূলত কি কি সমস্যা সকল সমস্যার কথা সংসদে তুলে ধরলে সরকার সেগুলোর যথাযথ ব্যবস্থা নিতে পারবে এবং সহসায় তার একটা সমাধান হবে।

প্রবাসীদের মূলত সমস্যা কি জানতে চাইলে তারা বলেন, আমরা সাড়াদিন বললেও কোনো লাভ হবেনা। ‘কারন, জানতে চাইলে তারা বলেন, আমরা কি কি সমস্যার মধ্যে আছি আমাদের একথা গুলো সরকার পর্যন্ত পৌছায় না , আমরা আশা করেছিলাম মমতাজ চৌধুরী যেহেতু প্রবাসে ছিলেন তাই তিনি প্রবাসীদের সমস্যা গুলো গভীর থেকে জানেন, তিনি এম পি হয়ে সংসদে গিয়ে প্রবাসীদের মূল সমস্যা গুলি তুলে ধরবেন, কিন্তু সেটা আর আমরা পেলাম না। আমাদের আশায় গুড়ে বালি, আমাদের এভাবেই সংসদে অবিভাবকহীন হয়ে প্রবাসে সমস্যার মধ্য দিয়ে প্রবাস জীবন কাটাতে হবে।

এসময় জেদ্দায় সাধারণ প্রবাসীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি ও কান্নার রোল দেখা গিয়েছে।

এদিকে জেদ্দাহ আওয়ামী ১০ সংগঠনের নেতাদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর মমতাজ চৌধুরীর জন্য উপনির্বাচনে মনোনয়ন চেয়ে একটি সুপারিশমালা পাঠানোর পরও মমতাজ চৌধুরী মনোনয়ন না পাওয়ায় নেতারা দুঃখ প্রকাশ করেছে।অথচ নবাগত একজন আমলা জায়গা করে নিল রাজনীতির মাঠ ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD