বগুড়ায় ৯৯ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
বিশেষ প্রতিনিধি
গোপন সংবাদের ভিত্তিতে , লালমনিরহাট থেকে বগুড়াগামী একটি সিএনজিতে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ফেন্সিডিল বহন করছে।
র্যাব-১২, আভিযানিক দল বগুড়া সদর উপজেলার নামুজা পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী মোছাঃ মাহফুজা বেগম (৪৯), স্বামী- মোঃ হান্নান, মালতিনগর (দক্ষিণপাড়া), মোছাঃ রিনা বেগম (৫৮), স্বামী- মৃত রফিকুল ইসলাম, সাং- নামাজগড় (তেতুলতলা), উভয়ের থানা বগুড়া সদর।
বিশেষ কায়দায় রক্ষিত ৯৯ বোতল ফেন্সিডিল, ২ টি মোবাইল, ২টি সীম ও ৪৫০ চার শত পঞ্চাশ টাকাসহ গ্রেফতার করা হয়।
ধৃত আসামী মাহফুজা বেগম এর নামে বগুড়া সদর থানায় ২টি মাদক মামলা ও জয়পুরহাট থানায় ২টি বিশেষ ক্ষমতা আইন মামলা এবং ধৃত আসামী রিনা বেগম এর নামে বগুড়া ও গাইবান্ধা জেলায় সর্বমোট ৬টি মাদক ও বিশেষ ক্ষমতা আইন মামলা রয়েছে মর্মে জানা যায়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানয় হস্তান্তর করা হয়েছে ।