পত্নীতলায় গাঁজা সহ আটক ৩
মোকছেদুল ইসলাম, পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা উপজেলার ঘোষনগর ইউনিয়নে গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫।
গতরাত সাড়ে বারোটার দিকে মোসলেমের মোড় এলাকায় আপারেশন পরিচালনা করে সাড়ে সাত চল্লিশ কেজি গাঁজা, তিনটি মোবাইল ও তিনটি সিম উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, পত্নীতলা উপজেলার ঘোষনগর গ্রামের নবির উদ্দিনের ছেলে নুর নবী, চাঁপড়া গ্রামের রামপদের ছেলে রজনী ও নাচোল থানার দেউপাড়া গ্রামের ইসহাকের ছেলে নবী।
র্যাব-৫ জানায়, দীর্ঘদিন ধরে ভারতীয় সীমানা এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিক্রি করতো আটক নুরনবী, রজনী ও মোঃ নবী।