সুজন খন্দকার স্টাফ রিপোর্টার ঃ পাংশা থানা পুলিশের বিশেষ অভিযানে ২৪ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আলোচিত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ৪ঠা জুন সকালে এক প্রেস নোটের মাধ্যমে ওসি “স্বপন কুমার মজুমদার” জানান- পাংশা থানাধীন গাড়াল এলাকা হতে মাদক ব্যবসায়ী ১। মোঃ দ্বীন ইসলাম(৫৮),কে ২৪ বোতল ফেন্সিডিল সহ আটক করে পুলিশ। সে কুষ্টিয়া জেলার রামকৃষ্ণপুর গ্রামের মৃত হাছেন আলীর বড় ছেলে। এসময় তার নিকট হতে উদ্ধার হওয়া মাদকের মুল্য আনুমানিক ৪৮ হাজার টাকা। পরে উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।