মোস্তাফিজুর রহমান,রাজশাহী ব্যুরো
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার উপর দিয়ে তুলশীগঙ্গা নদী প্রবাহিত । উক্ত নদীর পাড়ে শাহ মকদুম মাজার রয়েছে । আক্কেলপুর উপজেলার নির্বাহী অফিসার জনাব মনজুরুল আলম মিনার সকাল ১০.৫৫ টায় সরকারি কাজে সেখানে গেলে দেখতে পান ১৬ হতে ১৮ বছর বয়সী বেশ কিছু ছেলে মোবাইল ফোনে কেউ গেম, কেউ চ্যাট, কেউ টিকটক এডিটিং করছে । তারা সবাই দশম, একাদশ, দ্বাদশ শ্রেণির ছাত্র । অনেকের সাথে ব্যাগও ছিল। এ সময় তাদের সবার স্কুল, কলেজ খোলা বা পরীক্ষা সামনে এই সময় তারা এখানে কেন? এ প্রশ্নটা স্থানীয় সুশীল সমাজ , রাজনৈতিক ব্যক্তিবর্গ ও অভিভাবকদের হওয়ার কথা । কিন্তু এ দৃশ্যটা কেনো তাদের দৃষ্টিতে না এসে উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টিতে আসলো । এর কোন সদুত্তর কেউ বলতে পারবে না । হয়তো তাদের অভিভাবকরা জানে তারা শিক্ষা প্রতিষ্ঠানেই আছে। তারা প্রতিদিনই এখানে আসে কিন্তু তাদেরকে কেউ বারন করেছে কিনা তা জানা নেই।
উপজেলা নির্বাহী অফিসারের কাছে বিষয়টি দৃষ্টিকটু হওয়ায় তাদেরকে পড়াশোনার গুরুত্ব, ভবিষ্যতের জন্য এই সময় অপচয়ের প্রভাব, মোবাইল ফোনের অপব্যবহারে পরিনতি ইত্যাদি বিষয়ে বলার পর তারা উনাকে কথা দিয়েছে এই স্থানে তারা আর আসবে না, এখন থেকে নিয়মিত ক্লাস, পড়াশোনা করবে।
অভিজ্ঞমহল মনে করেন , উপজেলা নির্বাহী অফিসারের মতো সুশীলসমাজের ব্যক্তি এবং অভিভাবকরা সচেতন হলেই মোবাইল ফোনের অপব্যবহার থেকে ছাত্র / ছাত্রীদের দূরে রাখতে পারবে ।