1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
ভালুকায় পরিবেশ দূষণের দায়ে দুই লেয়ার ফার্মকে ৪ লাখ টাকা জরিমানা গোয়ালন্দ সাংবাদিক ইউনিয়নের ১৮ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন সাভারে ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় শিশু শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ গোয়ালন্দ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন ধামইরহাটে দূর্বৃত্তের হামলায় ছাগল ব্যবসায়ী খুন রাজশাহীর মতিহারে বসেছে মাদকের হাট মাদকের অভিযানে উদাসীন পুলিশ পত্নীতলায় জামায়াতে ইসলামী’র গণসংযোগ নেত্রকোনা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মতবিনিময় নেত্রকোণায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১২কেজি গাঁজাসহ ২জন আটক সিজারের পর প্রসূতির মৃত্যু, ৪ লাখ টাকায় রফাদফা

হিরো আলমের ওপর হামলার ঘটনায় গ্রেফতার হওয়া ৭ জনের পরিচয় প্রকাশ – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ১৬০ বার পঠিত

হিরো আলমের ওপর হামলার ঘটনায় গ্রেফতার হওয়া ৭ জনের পরিচয় প্রকাশ –

নয়া কণ্ঠ ডেস্ক

ঢাকা-১৭ উপনির্বাচনে ভোটকেন্দ্র পরিদর্শনের সময় স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় গ্রেফতার হওয়া সাতজনের পরিচয় প্রকাশ করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ জুলাই) রাতে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান সংবাদমাধ্যমকে তাদের পরিচয় নিশ্চিত করেন। তারা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা হলেও বর্তমানে সবাই ঢাকায় থাকেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন: বর্তমানে মহাখালী ওয়ারলেস গেট এলাকায় বসবাস করা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ছানোয়ার কাজী (২৮), খিলক্ষেতের মধ্যপাড়ার বর্তমান বাসিন্দা ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সোহেল মোল্লা (২৫), মিরপুর-১১ নম্বরে থাকা গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বিপ্লব হোসেন (৩১), বনানীতে বসবাস করা গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মাহমুদুল হাসান মেহেদী (২৭), তেজগাঁও পূর্ব নাখালপাড়ার বর্তমান বাসিন্দা ও গোপালগঞ্জ সদরের মোজাহিদ খান (২৭), কড়াইল বস্তির মোশারফ বাজারে বাস করা কুমিল্লা হোমনা থানার মো. আশিক সরকার (২৪) এবং একই বস্তির শরীয়তপুরের জাজিরা থানার মো. হৃদয় শেখ (২৪)।

হিরো আলমের ওপর হামলার ঘটনায় দুপুরে বনানী থানায় করা মামলায় গ্রেফতার সাত আসামির মধ্যে দুই আসামি ছানোয়ার কাজী ও বিপ্লব হোসেনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্য পাঁচ আসামি মাহমুদুল হাসান মেহেদী, মুজাহিদ খান, আশিক সরকার, হৃদয় শেখ ও সোহেল মোল্লাকে কারাগারে আটক রাখার নির্দেশ দিয়েছেন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব।

এর আগে হিরো আলমের ওপর হামলার ঘটনায় অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করে বনানী থানায় মামলা করেন হিরো আলমের ব্যক্তিগত সহকারী মো. সুজন রহমান শুভ।

মামলার এজাহারে বলা হয়, ‘ঘটনার দিন বিকেল সাড়ে ৩টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে বের হওয়ার সময় কয়েকজন লোক তাদের দেখে গালাগালি শুরু করে। একপর্যায়ে তারা হিরো আলমকে হত্যার উদ্দেশ্যে মারধর শুরু করে। তাকে রাস্তায় ফেলে কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে।’
এর আগে সোমবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট চলাকালে বনানী এলাকায় মারধরের শিকার হন হিরো আলম। বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের সামনে তাকে মারধর করা হয়। এ সময় হামলাকারীরা হিরো আলমকে ধাওয়া দিয়ে মারতে মারতে সেখান থেকে কিছুদূর পর্যন্ত নিয়ে যায়। পরে একটি গাড়িতে উঠে ঘটনাস্থল থেকে চলে যান হিরো আলম।

হামলার পর উপনির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে হিরো আলম বলেন, ‘আমরা এই নির্বাচন প্রত্যাখ্যান করছি। ইসি আমার বিরুদ্ধে কাজ করেছে। ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকাসহ সব দূতাবাসে চিঠি দেব।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD