নিজ গ্রামে চিরনিদ্রায় সমাহিত হলেন অভিনেত্রী সীমানা।
মোঃআমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি
নিজ গ্রাম শেরপুরের নকলায় চিরনিদ্রায় শায়িত হলেন অভিনেত্রী রিশতা লাবনী সীমানা। আজ (৪ জুন) সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে পৌরশহরের কায়দা বাজারদী গোরস্থান মাঠে জানাজা শেষে তাকে সমাহিত করা হয়।
৪ জুন মঙ্গলবার ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন থাকাবস্থায় মারা যান এ মডেল-অভিনেত্রী।
সীমানার গ্রামের বাড়ি নকলা পৌরসভাধীন কায়দা বাজারদী এলাকায়। তাঁর বাবা সেকান্দার আলী অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা। দুই বোন এক ভাইয়ের মধ্যে সীমানা সবার বড় ছিলেন।
‘চলেই গেলি সীমানা!’‘চলেই গেলি সীমানা!’
সীমানার দুই ছোট্ট সন্তান বুঝেনি, তাদের মা চিরতরে চলে যাচ্ছেসীমানার দুই ছোট্ট সন্তান বুঝেনি, তাদের মা চিরতরে চলে যাচ্ছে
জানা গেছে, গত ২১ মে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে আট দিন চিকিৎসাধীন ছিলেন সীমানা। অবস্থার অবনতি হলে ২৯মে এই অভিনেত্রীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। সেখানে এই অভিনেত্রীকে লাইফ সাপোর্টে রাখা হয়। তবে শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়লে ও অবস্থার অবনতি হলে তাকে আর ফেরানো সম্ভব