হজ্বের উদ্দেশ্যে পোরশা উপজেলা চেয়ারম্যানের যাত্রা শুরু
ইসমাইল হোসেন পোরশা নওগাঁ প্রতিনিধি
হজব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গমন করলেন দ্বিতীয়বারের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ শাহ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও তার পরিবারবর্গ।
আজ ৩ জুন ২০২৪ সকালে একটি রিজার্ভ বাসে ঢাকা এয়ারপোর্টের উদ্দেশ্যে বেসরকারি হজ কাফেলার আয়োজনে রওনা দিলেন আজ সকাল ৭টায় পোরশা আড়তের মোড় থেকে। বাসে ওঠার প্রাক্কালে তিনি আল্লাহর কাছে মোনাজাত করেন যাতে সহিসালামতে হজব্রত পালন শেষে আবার নিজ বাড়িতে ফিরে আসতে পারেন।
হজব্রত পালনে তিনি উপজেলা সকল জনগণ ও দেশবাসীর জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। যাতে উপজেলার সকল জনগণ তার নেতৃত্বে সুখে শান্তিতে বসবাস করতে পারেন।
উপজেলা চেয়ারম্যানের স্ত্রী আসমা বেগম, তার বোন নুর জমিলা তার ভগ্নিপতি ইব্রাহিম ও তার মামা হারুন অর রশিদ ও তার সহধর্মিনী হজব্রত পালনের উদ্দেশ্যে সঙ্গে আছেন।
৩জুন ২০২৪ দিবাগত রাতের কোন এক ফ্লাইটে তারা সৌদি আরব গমন করবেন বলে জানা যায়।
সবার কাছে তিনি দোয়া কামনা করেন।