কামড় খেয়ে রাসেল ভাইপার নিয়েই হাসপাতালে কৃষক।
রাজশাহী ব্যুরো ঃ গতকাল ৩১ ই মে শুক্রবার চারঘাট উপজেলায় ধান কাটতে গিয়ে রাসেল ভাইপার সাপের কামড়ে গুরুতর আহত হয়েছেন এক কৃষক। এরপর সাপটিকে মেরে বস্তাবন্দী করে নিজেই রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসকের সামনে এসে হাজির হন। এ নিয়ে রামেক হাসপাতালে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
সাপের কামড়ে আহত ওই কৃষককে গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
জানা যায়, জমিতে ধান কাটতে গিয়েছিলেন রাজশাহীর চারঘাট থানাধীন পিরোজপুর এলাকার কৃষক হেফজুল ইসলাম। সকালে হেফজুলের সাথে জমিতে ধান কাটছিলেন অন্যান্য কৃষকেরাও। এক পর্যায়ে জমিতে তারা চন্দ্রবোড়া বা রাসেল ভাইপার সাপ দেখতে পেলে চিৎকার চেচামেচি শুরু করে। এ সময় হেফজুল সাপটিকে ধরতে এগিয়ে এলে তার গালে কামড় দেয় সাপটি। এরপর হেফজুল নিজেই সাপটিকে মেরে বস্তাবন্দি করে চিকিৎসা নিতে দ্রুত মৃত সাপটি নিয়ে রামেক হাসপাতালের চিকিৎসকের সামনে হাজির হোন।সাপের কামড়ে আহত হেফজুলকে এখন রামেক হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আহত হেফাজুল এখনও শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক।