৬ষ্ঠ উপজেলা নির্বাচনে তৃতীয় ধাপে চৌহালীতে বিজয়ী হলেন যারা
নিজস্ব প্রতিনিধি : ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে চৌহালী উপজেলার নির্বাচন সুষ্ঠু ও সফল ভাবে সম্পন্ন হয়েছে। ২৯ শে মে ( বুধবার) সকাল থেকেই প্রস্তুত ছিল ভোট গ্রহণের জন্য। কোন রকম অপ্রীতিকর দুর্ঘটনা ছাড়াই চৌহালী উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিন ই ভি এম এর মাধ্যমে ভোট গ্রহণ সম্পন্ন হয়। এবারই প্রথম যমুনা বিধৌত দুর্গম চৌহালীর মানুষ ই ভি এম ব্যবহার করে ভোট প্রদান করেন। চৌহালীতে সর্বমোট ৪৯ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামিলীগের সভাপতি তাজ উদ্দিন দোয়াত কলম প্রতিক নিয়ে ১৪৪৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি ফারুক সরকার ১৩২০৩ ভোট পান। ভাইস চেয়ারম্যান (পুরুষ) কাহহার সিদ্দিক ১৫৬৭১ ভোট পেয়ে ও (মহিলা) ভাইস চেয়ারম্যান জহুরা পারভীন ১৭১১৭ ভোট পেয়ে নির্বাচিত হন।