আশিক হাসান সীমান্ত রাজবাড়ী, কালুখালী
রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মন্ডলের বিরুদ্ধে মামলা দায়ের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত রবিবার (২৬ মে) দুর্নীতি দমন কমিশন ঢাকা সেগুনবাগিচার প্রধান কার্যালয়ের উপ-পরিচালক (অনুঃ ও তদন্ত-১) নারগিস সুলতানা স্বাক্ষরিত (স্মারক নং- ০০.০১.৮২০০.৬১৪.০৩.০৮৬.২১.) অফিস আদেশ প্রদান করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশন ফরিদপুরের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক বরাবর পাঠানো ওই আদেশে বলা হয়েছে, অনুসন্ধানকারী কর্মকর্তা কর্তৃক দাখিলকৃত অনুসন্ধান প্রতিবেদন ও অন্যান্য রেকর্ডপত্র পর্যালোচনা করে দুর্নীতি দমন কমিশন পরিতুষ্ট হয়ে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ১নং জুড়ান মোল্লার পাড়ার বর্তমান বাসিন্ধা ও উত্তর দৌলতদিয়া কিয়ামদ্দিন মন্ডল পাড়ার মৃত জালাল মন্ডলের ছেলে গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম এর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় একটি মামলা দায়েরের জন্য কমিশন অনুমোদন করেছে। একই সাথে তদন্তকারী ও তদারককারী কর্মকর্তা নিয়োগপূর্বক এজাহারের কপি প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম মন্ডলের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে কে অবহিত করেন।