জাতীয় কবি নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপন
স্টাফ রিপোর্টার অভি খায়রুল ইসলাম, সাভার
অসাম্প্রদায়িক চেতনা এবং নজরুল এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাভার গেন্ডা উপজেলা শিল্পকলা একাডেমী সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়। আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৫ তম জন্মবার্ষিক উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা। শিল্পকলা একাডেমির সহযোগিতায়, সাভার গেন্ডা উপজেলা অডিটোরিয়ামে শনিবার ( ২৫ মে ) বিকাল ৫ টায় অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন। সাভার উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ রাজিবুল ইসলাম রাজীব। উপজেলা নির্বাহী অফিসার রাহুল চন্দ, আরো উপস্থিত ছিলেন। সাভার হাইওয়ে ইন্সপেক্টর মোঃ সফিউল আলম। সহ সাংস্কৃতিক ব্যক্তিরা।
রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে শিল্পকলা একাডেমি, সাভার কর্তৃক আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ গ্ৰহণ করে আহনাফ প্রথম হয়েছে।স্বপ্ন কর্তৃক আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় আহনাফ এর আঁকা ছবি তার গ্ৰুপে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছিল। আহনাফ এঁকেছিল হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। এবং সে এজন্য তার গ্ৰুপের শ্রেষ্ঠ শিশু চিত্রশিল্পী হিসেবে একটি সার্টিফিকেট ও পেয়েছে।
আহনাফ যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেজে ও ৭ মার্চের ভাষণ দিয়ে প্রথম হয়েছিলো
এ সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনীর উপরে নানা রকম আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ও শিশু শিল্পীদের পুরস্কৃত করা হয়।