কেএমপি পুলিশের অভিযানে ৪শত বস্তা অবৈধ
ভারতীয় চিনি বোঝাই ট্রাকসহ ৩জন গ্রেফতার
ইমরান ইসলাম শাকিল খুলনা
কেএমপির লবণচরা থানাধীন হরিণটানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪শত বস্তা অবৈধ ভারতীয় চিনি বোঝাই ট্রাকসহ ৩জনকে গ্রেফতার করা হয়েছে।
আজ রবিবার সকালে দক্ষিণ হরিণটানার জনৈক মঞ্জুরুল আলমের ফার্মের গেটের সামনে থেকে অবৈধ আমদানিকারক মোঃ ফেরদৌস সরদার মিঠুন(২৪), নাহিদ শিকদার(২৫), নাইম হোসাইন (২২) কে ৪০০শত বস্তা অবৈধ ভারতীয় চিনি সহ গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্তে লবণচরা থানার মামলা হয়েছে বলে অফিসার ইনচার্জ মো: মমতাজুল হক জানিয়েছেন।