বিশেষ প্রতিনিধি মোঃ সোহেল রানা
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের কামারখন্দে জমে উঠেছে প্রচার-প্রচারণা। ইতিমধ্যেই উপজেলার বিভিন্ন রাস্তাঘাটে ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ঢেকে গেছে। বিভিন্ন গ্রাম রাস্তাঘাট ও দোকানপাট চা স্টলে চলছে নির্বাচনী আলোচনা। এছাড়া রালি ও প্রচার জমজমাট হয়ে উঠেছে। প্রার্থীরা ঘুরে বেড়াচ্ছে ভোটারদের দ্বারে দ্বারে। দিয়ে চলছে বিভিন্ন উন্নয়নের আশ্বাস। আগামী ৫ই জুন ইভিএম মেশিন এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে (৫)উপজেলা ভাইস চেয়ারম্যান পদে (৪) উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে (৪) জন নির্বাচনে অংশগ্রহণ করছেন।
দৈনিক নয়া কন্ঠ পত্রিকার বিশেষ প্রতিনিধি মো:সোহেল রানা কামারখন্দের বিভিন্ন এলাকার জনসাধারণের কাছে গিয়ে জানতে পেরেছেন চেয়ারম্যান পদপ্রার্থী পাঁচজনের বিপরীতে জনপ্রিয়তায় সবচেয়ে এগিয়ে রয়েছেন মো: সেলিম রেজা (দোয়াত কলম)
সেলিম রেজা বর্তমানে কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
কামারখন্দের জনসাধারণ আরো জানায় ভাইস চেয়ারম্যান হিসেবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে মো: সেলিম রেজা (চশমা)
এবং মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে সবার চেয়ে এগিয়ে রয়েছে মোছা: সম্পা রহমান (প্রজাপতি)
কামারখন্দবাসী আরো বলেন নির্বাচন যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ শান্তি পূর্ণ হয় তাহলে কামারখন্দ উপজেলা নির্বাচনে এদের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। এবারে কামারখন্দ উপজেলার মোট ভোটারের সংখ্যা ১ লক্ষ ২ হাজার ৬৮২ জন।এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৫২ হাজার ২২ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ৫০ হাজার ৬ শত ৬০ জন।