রূপগঞ্জে বিজয়ী উপজেলা চেয়ারম্যানের সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন আলমগীর হোসেন।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীকের প্রার্থী আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব ১ লক্ষ ১৮ হাজার ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব বিপুল ভোটে বিজয়ী হওয়ায় নবনির্বাচিত চেয়ারম্যান কে ফুলের শুভেচ্ছা জানায় কায়েত পাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোঃ আলমগীর হোসেন খান সহ উপজেলা প্রতিটা ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী বৃন্দ।আলমগীর বলেন নির্বাচিত হাবিব নারায়নগঞ্জ -০১ আসনের এমপি সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী,রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের সমর্থিত প্রার্থী ছিলেন।
মঙ্গলবার (২১ মে) রাত পৌনে ৮টায় প্রাপ্ত ফলাফলে দেখা যায়, এক লক্ষ ১৮ হাজার ভোট পেয়ে রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব।আলমগীর আরো বলেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনারস প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৪৩৪ ভোট।
এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রূপগঞ্জ উপজেলার মোট ১৪২ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন,
আমার সমর্থিত প্রার্থী হাবিবুর রহমান হাবিব এর বিজয় রূপগঞ্জের জনগণের বিজয়।
রূপগঞ্জের মানুষ একজন অদক্ষ চেয়ারম্যানের কাছ থেকে মুক্তি পেয়েছে আজ। চেয়ারম্যানের সেবা পেতে জনগণের আর হয়রানি হতে হবে না। এখন থেকে প্রতিটি এলাকায় উন্নয়নের ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।