চৌহালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তাজ উদ্দিনের পথসভা
নিজস্ব প্রতিনিধি :
চৌহালী উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক পাওয়ার পর থেকেই ভোটের মাঠে গন সংযোগ ও পথসভায় ব্যস্ত সময় পার করছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী তাজ উদ্দিন। এ উপজেলায় আগামী ২৯ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচনের ভোট গ্রহণ।
মঙ্গলবার (২০ মে ) সকালে সদিয়া চাঁদপুর ইউনিয়নের এনায়েতপুর কেজির মোড়,বেতিল বাজার, খামার গ্রামের সকল ভোটারদের সাথে সৌজন্য সাক্ষাৎ সহ লিফলেট বিতরণ করে তার দোয়াত কলম প্রতীকে ভোট প্রার্থনা করেন চৌহালী উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী তাজ উদ্দিন।
এ পথ সভায় তার সাথে ছিলেন এনায়েতপুর থানা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি রাশেদুল ইসলাম সিরাজ, সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য ও এনায়েতপুর থানা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আল-আমিন
১ নং সদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জাহিদ, এনায়েতপুর থানা আ’লীগের সহ-সভাপতি ডা. মজিবুর রহমান,সদিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি শাহাদাৎ হোসেন, সাধারণ সম্পাদক আনসার আলী বুদ্দু, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলু প্রামানিক,থানা যুবলীগের সভাপতি মনিরুল ইসলাম মোন্নাফ চৌহালী উপজেলা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সহ দোয়াত কলম প্রতীকের কর্মী সমর্থকরা।