জমে উঠেছে টাংগাইল ঘাটাইল এবারের উপজেলা নির্বাচন
স্টাফ রিপোর্টার: রিমন হোসেন
টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২১ মে দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। চলছে গনসংযোগ উঠান বৈঠক।
এবারের নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের দুই নেতা। তারা হলেন- সাবেক ছাত্রলীগ নেতা মুহাম্মদ আরিফ হোসেন (আনারস প্রতীক) এবং বর্তমান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. লোকমান হোসেন (মোটরসাইকেল প্রতীক)।
ঘাটাইলের উপজেলা নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদ নিয়ে বেশি উন্মাদনা লক্ষ্যনীয়, মুহাম্মদ আরিফ হোসেন (আনারস প্রতীক) পূর্ব ঘাটাইলের সন্তান, তাকে নিয়ে তার সমর্থকরা আশাবাদী কারণ সাবেক সফল ভাইস উপজেলা চেয়ারম্যান হিসেবে পাশে পেয়েছিল ঘাটাইলবাসী। অপরদিকে মো: লোকমান হোসেন (মোটরসাইকেল) সহ-সভাপতি ঘাটাইল উপজেলা আওয়ামীলীগ, তিনি আলোক হেলথকেয়ার এর ব্যবস্থাপনা পরিচালক।
এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ৬ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদের মধ্যে উপজেলা আ.লীগের সদস্য ও সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান কাজী আরজু (তালা প্রতীক), জাহাজ মারা নামে খ্যাত বীর মুক্তিযোদ্ধা বীর বিক্রম হাবিবুর রহমানের ছেলে সাংবাদিক আতিকুর রহমান (চশমা প্রতীক), বিএনপি পরিবার থেকে আগত আব্দুস ছালাম খান (আওয়াল) টিউবওয়েল প্রতীক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সদ্য সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা সুলতানা শিল্পী (সেলাই মেশিন প্রতীক), বিএনপি এর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক তাসলিমা জেসমিন পাপিয়া (প্রজাপতি প্রতীক) এবং সাবেক ইউপি মহিলা মেম্বার নাজমুন নাহার নাজমা (কলসি প্রতীক) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
উপজেলা নির্বাচন অফিস থেকে জানানো হয়েছে, নির্বাচন ঘিরে আমাদের মনিটরিং কার্যক্রম জোরদার রয়েছে। প্রার্থীরা প্রচার-প্রচারণায় ব্যস্ত রয়েছে। কোথাও যদি আচরণবিধিমালার লঙ্ঘন হয় আমরা ব্যবস্থা নিচ্ছি। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।