বগুড়ায় প্রায় ৫ লক্ষাধিক টাকার মেয়াদোত্তীর্ণ কীটনাশক জব্দ ও ভ্রাম্যমাণ আদালতে জরিমানা।
বগুড়ার নন্দীগ্রামে পৌরসভার সাবেক মেয়র স্বপন কুমার সরকার বাসা হইতে মেয়াদ উত্তীর্ণ ও লেবেল ছাড়া কীটনাশক প্রায় পাঁচ লক্ষাধিক টাকার রাখার দায়ে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৩ মে) পৌর এলাকার ওমরপুর বাজারে কীটনাশক ব্যবসায়ী সাবেক মেয়র স্বপন কুমার সরকারকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
স্বপন কুমার সরকার নন্দীগ্রাম পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা সুশান্ত কুমার শান্তর ছোট ভাই।
আদালত সূত্র জানাযায়, গোয়েন্দার তথ্যের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করে স্বপন কুমার সরকারকে দোকান ও বাসা থেকে লেবেল পরিবর্তন করে নতুন লেবেল লাগানো,
লেবেল ছাড়া ও মেয়াদ উত্তীর্ণ ৫০ কার্টুন কীটনাশক পাওয়ায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাইরুল হাসান এ জরিমানা করেন।
নন্দীগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হকসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।