নেত্রকোনা-৪ আসনে আ’লীগের মনোনয়ন চান মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন চৌধুরী
সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ আসনে ( মদন- মোহনগন্জ -খালিয়াজুরী) আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন চৌধুরী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটু সুযোগ পেলেই এলাকায় ছুটছেন এবং স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি।
মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী এলাকাবাসীও আশা করছেন, জনপ্রিয় প্রার্থী হিসেবে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন চৌধুরী এবার নৌকার টিকিট পাবেন।
স্থানীয় নেতাকর্মীদের মতে, স্থানীয় এমপি রেবেকা মুমিনের মৃত্যুর পর এই আসনটি খালি হওয়ায় এবার জনতার ভরসাস্থল হিসেবে আলোচনায় রয়েছেন তিনি। খাঁটি ও পরীক্ষিত মুজিব সৈনিক মমতাজ চৌধুরী সৎ ও নির্ভীক কর্মী হিসেবে ভাটী জনপদে আস্তার প্রতীক হয়ে উঠেছেন । এই বিবেচনায় আব্দুল মুমিন ও রেবেকা মমিনের স্তলাভিষিক্ত হওয়ার জন্য মমতাজ চৌধুরী সঠিক ব্যক্তি বলে এখন এলাকার সাধারন মানুষের মুখে মুখে ॥ দীর্ঘদিন থেকে এই আসনের তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরাও অবমূল্যায়িত ও বঞ্চিত রয়েছেন।
এই আসনের স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করেন, মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন চৌধুরী নেত্রকোনা-৪ আসনে একমাত্র নৌকার উপযুক্ত মাঝি। তাকেই নৌকার প্রার্থী হিসেবে দেখতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেত্রকোনা-৪ আসনে মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন চৌধুরীকে মনোনয়ন দিলে নিশ্চিতভাবে বিপুল ভোটে নির্বাচনে জয়ী হবেন।
এ প্রসঙ্গে মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন চৌধুরী বলেন, আমি যতদিন বেঁচে থাকবো জনগণের সেবা করে যেতে চাই। মানুষের জন্য কাজ করাই আমার উদ্দেশ্য। মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারলে নিজের ভালো লাগে। তিনি আরো বলেন, নৌকায় ভোট দিলেই দেশের মানুষ শান্তিতে থাকতে পারে, দেশে উন্নয়ন হয়। দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রগতির ধারা অব্যাহত রাখার জন্য আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো আওয়ামী লীগকে বিজয়ী করার আহ্বান জানাচ্ছি।
সর্বোপরি প্রয়াত সাংসদ শ্রদ্বেয় রেবেকা মমিনের আত্নার শান্তি কামনা করে এলাকাবাসীর দোয়া কামনা করেন । উল্লেখ্য জাতীয় নেতা জাতির জনকের সহচর আব্দুল মমিনের মৃত্যুর পর মমতাজ চৌধুরী স্বেচ্চায় উনার নামে ওমরাহ পালনের দৃষ্টান্ত সৃষ্টি করেছিলেন ।