সরকারি রাস্তার পাশে তিনটি তাল গাছ কেটে
টাকা আত্মসাত করেছেন ইন্দিরা কুমারী নামে এক নারী
রাজবাড়ী থেকে স্টাফ রিপোর্টার
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা
বালিয়াকান্দি সদর ইউনিয়নের
বড় কানা বিলা গ্রামে মৃত বিনয় মন্ডলের স্ত্রী ইন্দিরা কুমারির নামে সরকারী রাস্তার পাশে থাকা ৩ টি তাল গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এবিষয়ে মৃত বিনয় মন্ডলের সাথে কথা বললে তিনি জানান, আমার ভাই অনেক আগেই মারা গিয়েছে। রাস্তার পাশের এই জমি ভাইয়ের নামে, এই তাল গাছ যদি সরকারী রাস্তায় হয়ে থাকে,তাহলে এগুলো বিক্রি করে ঠিক কাজ করেনি। বিক্রি করাটা অন্যায় হয়েছে।
এলাকাবাসী জানান মৃত বিনয় মন্ডলের স্ত্রী তার জমির সামনে সরকারী রাস্তার উপর থাকা ৩ টি তাল গাছ বিক্রি করেন।
এ সময় এলাকাবাসী আরো জানান, এই গাছ গুলি আমাদের রাজবাড়ীর কোন ক্রেতার (ব্যাপারী) কাছে বিক্রি করেননি। অন্য জেলা থেকে ব্যাপারী খবর দিয়ে এনে বিক্রি করেছে। বিষয়টা তাদের কাছে সন্দেহ বলে মনে হলে পরে তারা গণমাধ্যম কর্মীকে অবহিত করে।
ফরিদপুর জেলার বোয়ালমারী থানার কাঠ ব্যবসায়ী মোহাম্মদ আমিরুল ইসলাম প্রামানিক এবং লোকমান শেখ
২ জন কাঠ ব্যবসায়ী বলেন, আমরা যদি জানতাম এটা সরকারি রাস্তার গাছ তাহলে আমরা গাছ কিনতে আসতাম না।।
তালগাছ দেশের একটি বড় সম্পদ । প্রাকৃতিক দুর্যোগ ঠেকাতে তাল গাছ বড় সহায়ক ভূমিকা রাখে।
এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলার ভূমিকর্মকর্তা
মোঃ হাসিবুল হাসান বলেন,বিষয়টা খুব’ই দুঃখ জনক। এ বিষয়ে আমি অবগত নেই। তবে আপনাদের মুখ থেকে শুনেছি, এব্যাপারে আমি খুব দ্রুত ব্যবস্থা নিচ্ছি।