বিশ্বের অন্যতম সেরা ক্লাব ম্যানচেস্টারে পাপন।
বিশ্বের অন্যতম সেরা ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে জয়পুরহাটের পাঁচবিবির ছেলে পাপন (সর্ব ডানে)
ম্যানচেস্টার ইউনাইটেডের সকার স্কুলের হেড অব কোচিং মাইকেল নিরি’র পরীক্ষায় উতরে গেলেন ৩ বাংলাদেশী! তার মধ্যে একজন জয়পুরহাটের ছেলে পাপন। ভারতের ব্যাঙ্গালুরুতে দীর্ঘমেয়াদি অনুশীলন ক্যাম্পে এই তিনজনের সাথে যুক্ত হবে বেশ কয়েকটি দেশ থেকে বাছাইকৃত প্রতিভাবান ফুটবলাররা।
ক্যাম্প শেষে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যাবে বাছাইকৃতরা,একাডেমির খেলোয়াড়দের সঙ্গে করবে অনুশীলন এবং ওল্ড ট্রাফোর্ডে বসে ম্যাচও উপভোগ করবে।
এলাকাবাসী পাপনের আনন্দে আত্মহারা হয়ে এলাকায় মিষ্টি বিতরণ করেন ।