এম পি রেবেকা মমিনের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মমতাজ চৌধুরী ।
নিজস্ব প্রতিবেদক নেত্রকোনা
সংসদীয় আসন ১৬০ নেত্রকোনা-৪ ( মদন, মোহনগন্জ , খালিয়াজুরী উপজেলা নিয়ে গঠিত) এর তিন বারের নির্বাচিত সম্মানিত সাংসদ সর্বজন শ্রদ্বেয় জনাব রেবেকা মমিন আজ সকালে চিকিৎসাধীন অবস্তায় স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমার মৃত্যু সংবাদ শুনার পর পর উনার আত্মীয় স্বজন সহ ঢাকাস্থ নেত্রকোণাবাসীদের অনেকেই উনার ধানমন্ডির বাসায় ছুটে যান । উল্লেখ্য গত কিছুদিন যাবত হাসপাতালে ভর্তি থাকা অবস্তায় উনার পিএস ও নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য তোফায়েল আহমেদ উনার পাশে থাকতেন ও মমতাজ চৌধুরী রীতিমত হাসপাতাল পরিদর্শন ও যোগাযোগ রাখতেন ॥
এমনকি গতকাল সন্ধ্যায় হাসপাতালে উনার ঘনিষ্ঠ আত্মীয় স্বজন সহ মমতাজ চৌধুরী হাসপাতালে উপস্তিত ছিলেন ও খোঁজ খবর নেন । সকালে মৃত্যু সংবাদে নির্বাচনী এলাকায় শোকের রোল পরে যায় , সাধারন নেতা কর্মীরা ফোনে খোঁজ খবর নিতে ব্যস্ত থাকে।
সকাল দশটায় ধানমন্ডি বায়তুল আমান জামে মসজিদে প্রথম জানাযার নামায শেষ হওয়ার পর লাশবাহী গাড়ী নেত্রকোনার হয়ে মোহনগন্জের পথে যাত্রা শুরু করে॥
পরে সন্ধ্যা ৬ টায় জানায়ার নামায নিজ বাড়িতে অনুষ্টিত হয় ॥
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামীলীগ এর সংস্কৃতি বিষয়ক সম্পাদক বাবু অসীম কুমার উকিল এম পি,নেত্রকোনা জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্বা আমিরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সদস্য বীর মুক্তিযোদ্বা মমতাজ হুসেন চৌধুরী ,বিভিন্ন উপকমিটির নেতৃবৃন্দ, মদন উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ, জেলা আওয়ামীলীগ এর সদ্য সাবেক সহ সভাপতি হাবিবুর রহমান, মরহুমার দেবর ড. আঃ মতিন, নেত্রকোনা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার ফয়েজ আহমেদ, বিভিন্ন উপজেলার ইউএনও সহ প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাগণ, উপজেলা চেয়ারম্যানগণ, মেয়র, ইউপি চেয়ারম্যানগণ, তৃণমূল আওয়ামীলীগ এর নেতা কর্মী সহ এলাকার অগণিত মানুষ জানাযায় অংশগ্রহণ করেন ও মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন।