বিশেষ প্রতিনিধি ঃ বর্তমান সমাজে সুদ কারবারিদের কাছে অসহায় গরীব দুঃখী মানুষ জিম্মি হয়ে পড়েছে, সমাজে খেটে খাওয়া মানুষ গুলো পড়েছে বিপাকে। ছোট খাটো সমস্যায় যেতে হচ্ছে এলাকার সুদ কারবারিদের কাছে, সমাজের বিত্তবানদের কাছে গেলে পাচ্ছে না কোনো আর্থিক সাহায্য ধার কর্জ। এই প্রহসন থেকে সমাজকে বাচাতে এগিয়ে এসেছে শেখ আনছার উদ্দিন স্মৃতি ফাউন্ডেশন। নিজস্ব অর্থায়নে পরিচালিত রাজবাড়ি জেলার বালিয়াকান্দী থানার অন্তর্গত বাবুলতলা গ্রামের শেখ বেলায়েত হোসেন নিজ উদ্যোগে কর্জে হাসানা চালু করেছে এলাকার অসহায় মানুষের মাঝে।
হঠাৎ ছোট খাটো কোনো বিষয় নিয়ে সমস্যায় পড়লে যাতে চড়া সুদে যেতে না হয় কোনো সুদ কারবারির কাছে সেই লক্ষ্যে আনছার উদ্দিন স্মৃতি ফাউন্ডেশন নিজ অর্থায়নে চালু করেছে ফেরত যোগ্য “কর্জে হাসানা”। যিনি কর্জে হাসানা গ্রহণ করবেন তার কার্য সম্পাদন করে যত টাকা নিয়েছেন ঠিক সেই টাকায় আবার একটা সময়ের মধ্যে ফাউন্ডেশনের ফান্ডে জমা করে রেখে যাবেন।’কর্জে হাসানা এমন একটি বিষয় যা ইসলামে আদেশ করা হয়েছে এবং যার মর্যাদা অনেক উর্ধ্বে। ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ বেলায়েত হোসেন জানান, আমার বাবা শেখ আনছার উদ্দিন ছিলেন এই সমাজের খেটে খাওয়া অসহায় মানুষের সহায়, তিনি একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করে রেখে গেছেন যার হাল আজঅবদী আমি ধরে রেখেছি।
শেখ আনছার উদ্দিনের স্বপ্ন ছিলো সব সময় মানুষের জন্য কিছু করা , সেই লক্ষ্যে তিনি বাবুলতলা বাসিদের জন্য একটি সুন্দর সমাজ ব্যবস্থা চালু করে রেখে গেছেন, যে সমাজের মানুষ আজও মিলেমিশে এক সাথে জয়গান গায়, একজনের সুখে আরেকজন সুখি, একজনের দুঃখে আরেকজন দুঃখী এভাবে চলছে যুগের পর যুগ।