ভূমি অফিসে দুর্নীতি সাধারণ জনগণ হয়রানির শিকার
স্টাফ রিপোর্টার মাহমুদুল হাসান হিটু
এমনি এক ঘটনা বাংলাদেশের রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়ন জঙ্গল
ভূমি অফিসে,যেই ভূমি অফিসে সাধারণ জনগণ দিনের পর দিন মাসের পর মাস হয়রানি শিকার।
জঙ্গল ভূমি অফিসের ভূমি সহকারী মোঃ আব্দুল মজিদ সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন লোভ দেখিয়ে জমির পিটিশন করে দেব বলে বিভিন্নভাবে টাকা আত্মসাৎ করে যাচ্ছেন। জঙ্গল ইউনিয়নের পারুলিয়ার নকুল কুমার ঘোষ জানান আমি একটা জমির পর্চা আব্দুল মজিদের কাছে নিতে আসলে তিনি এক থেকে দেড় মাস পরে আমাকে একটা জমির কাগজ দেন সেটাও ভুল, এটা আমি জিজ্ঞাসা করতে গেলে তিনি আমাকে ভূমি অফিস থেকে রাগান্বিতভাবে বের করে দেন।
এ বিষয়ে আরো জানা যায় মৃত হাজী আব্দুল চাঁন মিয়া ছেলে মান্নান জানান গত দশ মাস তার থেকে ১৬ টি দলিল মিটিশন বাবদ ৩২ হাজার টাকা ভূমি অফিসের সহকারি আব্দুল মজিদ নিয়েছেন এ বিষয় আব্দুল মজিদের সাথে কথা বলতে গেলে তার চেয়ার থেকে উঠে আলাদা রুমে চলে যান আব্দুল মজিদ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। আরো জানা যায়, দলিলের মালিক মান্নান জানান আমার মিটিশনের কাগজ আজও বোধি হাতে পাইনি।
এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলার ভূমি কর্মকর্তা মোহাম্মদ হাসিবুল হাসান বলেন জমির মিটিশনের বিষয় সাধারণ জনগণ সরাসরি উপজেলা ভূমি অফিসে আসবে আসলেই সঠিক দিকনির্দেশনা দেওয়ার জন্য সব সময় আমরা রয়েছি। যদি ইউনিয়ন ভূমি অফিসে টাকা দিয়ে হয়রানি হয় এর জন্য আমরা দায়ী নয় কারণ যারা ভুক্তভোগী তারা আমাদের কাছে লিখিত অভিযোগ দিলে আমরা দ্রুত আইনগত ব্যবস্থা নিব