শেরপুরে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড
আল-আমিন স্টাফ রিপোর্টার:
শেরপুর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ২ এপ্রিল মঙ্গলবার দুপুরে শেরপুর জেলার সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নে মাদক বিরোধী যৌথ অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন- শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত গেন্দু মিয়ার ছেলে মোঃ অন্তর (৩০), চৈতনখিলা গ্রামের নুরুল ইসলামের ছেলে আব্দুল্লাহ (৩০), একই গ্রামের মোঃ আজগর আলীর ছেলে মোঃ নয়ন (২৫)।
জানা গেছে, এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ছিদ্দিকুর রহমানের নির্দেশনায় সঙ্গীয় ফোর্স সোমবার দুপুরে মাদকের বিরুদ্ধে অভিযানকালে শেরপুর জেলার সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের চৈতনখিলা এলাকায় গাঁজা সেবনরত অবস্থায় মোঃ অন্তর, আব্দুল্লাহ ও মোঃ নয়ন নামে তিন জনকে আটক করা হয়। পরে তাদের প্রত্যককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অনাদায়ে আরো তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং পঞ্চাশ টাকা অর্থদণ্ড প্রদান করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট সালাউদ্দিন বিশ্বাস।