শেরপুরের নালিতাবাড়ীতে মদ খেয়ে ভোগাই নদীতে দিনমজুরের মৃত্যু
আল-আমিন স্টাফ রিপোর্টার্স : শেরপুরের নালিতাবাড়ীতে মদ খেয়ে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে বশির আলী (৪৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
৩১মার্চ রবিবার সকালে ভোগাই নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত
বশির আলী নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকূড়া ইউনিয়নের কালাকুমা গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, ৩০ মার্চ শনিবার রাত ১১ টার দিকে বশির আলী নাকুগাঁও স্থল বন্দর এলাকা থেকে মদ পান করে বাড়ি ফিরার পথে ভোগাই নদীর পানিতে পড়ে যায়। তাকে অনেক খোঁজাখুঁজি করা হয়। পরে
রবিবার সকাল ১১টার দিকে নালিতাবাড়ী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল খোঁজাখুঁজি করে ভোগাই নদীর উপর ব্রিজের কাছে নদী থেকে বালু উত্তোলন করা একটি খাদের ভিতর থেকে বশির আলীর মরদেহ উদ্ধার করে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল আলম ভূঁইয়া সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।