রাজশাহীতে মশার উপদ্রবে জন জীবন অতিষ্ঠ
_____________রাজশাহী ব্যুরো
বাড়ি, মসজিদ, বাজার, অফিস – আদালত যেখানেই যাই না কেনো, দিনে রাতে সব জায়গায় মশার উপদ্রব । শহরে মশার কামড়ে যখন সবাই অতিষ্ঠ, তখন গ্রামের কথা ভাবলে গা শিউরে উঠবে । এর অত্যাচার সীমা লঙ্ঘন করে গেছে । অথচ মশা নিধনে নেই দৃশ্যমান কোনো কর্মসূচি । আগে মশা নিধনের জন্য ঔষধ ছিটালেও এখন তা আর চোখে পড়ে না । হয়তো সিটি কর্পোরেশনের কর্মচারীরা মশার ভয়ে ঘুমিয়ে পড়েছে ।
রাজশাহী সিটি করপোরেশনের বাসিন্দাদের অভিযোগ , শহরের কোনো জায়গায় মশা নিধনের তেমন উদ্যোগ নেই । শহরের ড্রেনগুলোর বদ্ধ পানিতে সহজেই বংশ বিস্তার করছে মশা । মাঝে মধ্যে ওয়ার্ড কাউন্সিলরের তত্ত্বাবধানে ড্রেনের ময়লা পরিষ্কার করা হয় ।তবে তা দ্রুত ভরে যায় । এ ছাড়া মশা নিধনে মাঝে মধ্যে কিছু এলাকায় ফগার মেশিন দিয়ে ঔষধ ছিটালেও তাতে মশা কমে না ।
রাজশাহী শহরের মুন্সীডাঙ্গা এলাকার মুদির দোকানদার মুন্না জানান , দীর্ঘদিন ধরে মশা নিধনের কোনো পদক্ষেপ তার চোখে পড়ে নাই । সোনাদীঘি মোড়ের আব্দুল আওয়াল বলেন, শহরে ড্রেন পরিষ্কারের সাথে সাথে মশা নিধনের ঔষধ ছিটালে হয়তো মশা অনেকটাই কমে যেতো । রানিবাজার জামে মসজিদের মুসল্লি নান্নু বলেন, দীর্ঘ সময়ের তারাবির নামাজ পড়তে গিয়ে মশা আমাদের কাছ থেকে তার এক মাসের খাদ্য সংগ্রহ করে নেই । নগরীর ভদ্রা আবাসিক এলাকার সোহাগ জানান , তাদের এলাকায় সপ্তাহে একদিন ফগার মেশিনের সাহায্যে ঔষধ ছিটালেও তাতে মশা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না । মশার অত্যাচারে ঘরে – বাইরে কোথাও স্থির থাকা যায় না ।
নগরীর অভিজ্ঞ মহল মনে করেন, এখনই সিটি কর্পোরেশন মশা নিধনের জরুরি পদক্ষেপ গ্রহণ না করলে মশার কামড়ে রাজশাহীর অধিকাংশ মানুষ রোগে আক্রান্ত হয়ে পরবে। এবং মশার বংশ বিস্তার হবে ।