নরসিংদী মনোহরদীতে রমজান উপলক্ষে বাজার মনিটরিং করেন ইউএনও
খন্দকার সেলিম রেজা
স্টাফ রিপোর্টার ঢাকা বিভাগ
নরসিংদী মনোহরদীতে পবিত্র রমজান উপলক্ষে আজ বিকালে মনোহরদী বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে বাজার মনিটরিং করেন,মনোহরদী উপজেলার সু-যোগ্য নির্বাহী কর্মকর্তা(ইউএনও)হাছিবা খান।বাজার মনিটরিং করার সময় তিনি ব্যবসায়ীদেরকে মূল্য তালিকা প্রদর্শন করার নির্দেশনা দেন এবং রমজান মাসে কৃত্রিম সংকট তৈরী করে মূল্য বৃদ্ধি করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়ে সকল ব্যবসায়ীদেরকে সতর্ক করেন।এছাড়াও মানসম্মতভাবে ইফতারী আইটেম তৈরীর বিষয়ে সংশ্লিষ্টদের সচেতন করেন।এ সময় মনোহরদী উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মারুফ দস্তেগীর,মনোহরদী থানার ওসি(তদন্ত)গোবিন্দ সরকার,স্যানেটারী ইন্সপেক্টর শাহনেওয়াজ,মনোহরদী পৌর বাজারের সাধারণ সম্পাদক,সঞ্জয় কুমার সাহা সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।