মোঃ সুজন খন্দকার ঃ পাংশা থানা পুলিশ কর্তৃক অভিযানে ১৪২ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০২ জন মাদক ব্যবসায়ী, ০৬ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী, ০১ জন নিয়মিত মামলা আসামীসহ সর্বমোট ০৯ জন আসামী গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ৮ই ফেব্রুয়ারী বিকালে এক প্রেস নোটের মাধ্যমে ওসি স্বপন কুমার মজুমদার জানান, পাংশা থানাধীন চর ঝিকড়ী মধ্যপাড়া থেকে মাদক ব্যবসায়ী ১। মোঃ সাইফুল ইসলাম (৩২),কে
৮৭ পিছ ইয়াবা ট্যাবলেট গ্রেপ্তার করে পুলিশ । সে চর ঝিজরী গ্রামের মোঃ জয়নাল মল্লিক এর ছেলে। এসময় তার কাছ থেকে উদ্ধার ইয়াবা ট্যাবলেট এর মূল্য অনুমানিক ২৬ হাজার টাকা।
এছাড়াও, মাছপাড়া ইউনিয়নের নওপাড়া থেকে মাদক ব্যবসায়ী ২। আলাউদ্দিন মিয়া (৩৩)কে
৫৫ পিছ ইয়ারা ট্যাবলেট সহ আটক করে পুলিশ। সে নওপাড়া গ্রামের মৃত মোশারফ মিয়ার ছেলে।
তার কাছ উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের মুল্য আনুমাকি ১৬ হাজার ৫০০ টাকা। গ্রেপ্তারকৃত আসামীদ্বয়ের সাইফুল ইসলাম ও আলাউদ্দিন এর প্রত্যেকের বিরুদ্ধে পুর্বের ০২টি করে মাদক মামলা রয়েছে।
তাছাড়াও, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামী ৩। মোসাঃ কল্পনা আক্তার (৩৩), ৪। মোছাঃ আলপনা খাতুন (৩৫), ৫। মোছাঃ আছমা খাতুন (৪২),৬।মোঃ তসলিম (২৬) ৭। মোঃ জিল্লুর রহমান (৩৪) ৮। মোছাঃ রেবেকা খাতুন(২৩) এদের সর্ব থানা পাংশার প্রত্যন্ত অঞ্চল হতে আটক করা হয়েছে।
ও পাট্টা ইউনিয়নের মুচিদহ গ্রাম হইতে নিয়মিত মামলার আসামী ১। মোঃ আমিরুল ইসলাম (৪২), গ্রেপ্তার করেছে পুলিশ। সে ঝিনেদাহ জেলার শৈলকুপা থানার কাশিনাপুর গ্রামের আলম লস্করের ছেলে। পরে আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে জেল হাজতে পাঠানো হয়েছে।