নওগাঁর ধামইরহাট হযরত পীর প্রাণ মাদার (রা) মাজারে মাহফিল অনুষ্ঠিত,
মোঃ মোস্তাফিজুর রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগার ধামইরহাটে ২৪ শে জুন শনিবার সাড়ে চারটার সময় সংকরপুর, হযরত পীর প্রাণ মাদার (রা) মাজারে মাহফিল অনুষ্ঠিত হয়। মাজারের সভাপতি আব্দুল মজিদ মন্ডল ,প্রধান অতিথি ধামইরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, শংকরপুর ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার আবু কালাম আজাদ, মাজারের খাদেম মোফাজ্জল হোসেন, মিলাদ মাহফিল পরিচালনা করেন শংকরপুর মাদ্রাসার শিক্ষক হাফেজ আব্দুর রহিম, খায়রুল আলম, শামসুল হক, মোখলেছার রহমান নান্টু, শাহাজান আলী ,আব্দুল হামিদ, আশরাফুল ইসলাম ,আজিজুর রহমান ,আজিজুল হক, সাখাওয়াত ,দুলাল ,রুবেল বাবু, আব্দুর রহমান,রফিকুল ইসলাম, মোশারফ ,হোসেন শাকিল আহমেদ ,প্রমুখ মাজারে সভাপতি আব্দুল মজিদ মন্ডল বলেন প্রত্যেক বছর এ অনুষ্ঠানটি পালিত হয় সে জনগণের কাছে বলে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো সুন্দরভাবে অনুষ্ঠানটি পালন করতে পারি প্রতিবছর আমি সুন্দর পরিবেশ সহকারে এ অনুষ্ঠানটি পালন করে আসছি।