নেত্রকোণায় আবু আব্বাস ডিগ্রি কলেজে ‘মুজিব মানে মুক্তি’ নামে ম্যুরাল উদ্বোধন
শহীদুল ইসলাম রুবেল, নেত্রকোণা জেলা প্রতিনিধি:
ঐতিহাসিক ৭ই মার্চকে কেন্দ্র করে নেত্রকোণায় আবু আব্বাস ডিগ্রি কলেজে ‘মুজিব মানে মুক্তি’ নামে ম্যুরাল উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (০৭ মার্চ) দুপুরে কলেজ চত্ত্বরে ম্যুরালটি উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ও প্রতিরোধযোদ্ধা এবং জেলা পরিষদ চেয়ারম্যান বাবু অসিত কুমার সরকার সজল।এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও বিজ্ঞ জিপি বীর মুক্তিযোদ্ধা মো. আমিরুল ইসলাম, আবু আব্বাস কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ, সহকারী অধ্যাপক মো. নূরে আলম, মো. রফিকুল ইসলাম, জিয়াউল ইসলাম, মো. আব্দুর রশিদ, মুজিবর রহমান, মো. বদিউজ্জামান, প্রদ্যোত কুমার দাস, মো. সাইফুল ইসলাম, নূরে আলম ফকির, গোলাম সারওয়ার জাহান মামুন প্রমুখ।উল্লেখ্য, ৫ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে ‘মুজিব মানে মুক্তি’ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ এর ম্যুরালটি কলেজ চত্বরে স্থাপন করে।