রাজধানীর তুরাগে মাদকাসক্তি স্বামীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে নিহত হয়েছেন স্ত্রী
স্টাফ রিপোর্টার: রিমন হোসেন
মঙ্গলবার (৫ মার্চ) সন্ধ্যায় তুরাগের দিয়াবাড়ি বউবাজার এলাকায় নিজ স্ত্রীকে এলোপাতাড়ি ছুড়িকাঘাত করে পালিয়ে যায় স্বামী পরবর্তীতে স্ত্রীর মৃত্যু।
দিয়াবাড়ি ঘুরতে গিয়ে স্ত্রীকে ছুরিকাঘাত করে পালালেন স্বামী।দিয়াবাড়ির বউবাজারে ঘুরতে এসেছিলেন। সন্ধ্যার দিকে বউবাজারের পাশের খালি মাঠে ওই গৃহবধূকে নিয়ে গিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকেন। ওই সময় প্রাণের ভয়ে ওই নারী দৌড়ে মেট্রোরেল স্টেশনের পাশে গিয়ে পড়ে যান। পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশের সহযোগিতায় ওই নারীকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
ভুক্তভোগী ওই নারী নিজ মুখে বলেন, আমার স্বামী মাদকাসক্ত ও জুয়া খেলত। তাই সংসার ঠিকমতো চালাতে পারত না। এই কারণে আমি তাঁর সঙ্গে থাকি না। আমাকে আমার ভাই টাকা পয়সা দিয়ে চালায়। তাঁর সঙ্গে না থাকার কারণেই সে আমাকে মেরে ফেলার জন্য ছুরিকাঘাত করে পালিয়ে গেছে। বাসায় আমার এক প্রতিবন্ধী ছেলে রয়েছে। আপনারা উদ্ধার করেন। না হলে তাকেও মেরে ফেলবে।’
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডবয় ও নার্সরা বলেন, ওই নারীর হাত-পা, বুক, পেট, পিঠ, গলাসহ বিভিন্ন জায়গায় অর্ধশতাধিক ছুরিকাঘাত ছিল।
তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ মিয়া বলেন, আশপাশের লোকজনের মাধ্যমে খবর পেয়ে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। তাঁর সারা শরীরে ছুরিকাঘাত রয়েছে।
তিনি বলেন, ‘ছুরিকাঘাতের পর ভুক্তভোগীর স্বামী ওই গৃহবধূর মোবাইল ফোন নিয়ে পালিয়ে গেছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’