নয়া কণ্ঠ অনলাইন ডেস্ক
আগামী সোমবার থেকেই শুরু হচ্ছে পবিত্র হজের কার্যক্রম । হজযাত্রীদের দিকনির্দেশনা দিতে এবারও বেশ কিছু রোবট মোতায়েন করেছে সৌদি কর্তৃপক্ষ। পবিত্র কাবাঘরের আঙিনায় কিং আব্দুল আজিজ কমপ্লেক্সের সামনেও দেখা যাচ্ছে রোবট।
কিসওয়া (বিশেষ কালো কাপড় যা দিয়ে কাবাঘর আচ্ছাদিত করা হয়) গায়ে রোবটটি হজযাত্রীদের স্বাগত জানাচ্ছে। এছাড়া হজযাত্রীদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনাও দিচ্ছে এ রোবট ।
গাল্ফ নিউজের এক প্রতিবেদন মতে, রোবটটি কমপ্লেক্সটির বিভিন্ন পণ্য নিয়ে আরবিতে দর্শনার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছে। এই রোবট টি বিশ্বের ১১টি ভাষায় যোগাযোগ করতে সক্ষম। ভাষাগুলো হলো: আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ, রুশ, ফার্সি, তার্কিশ, চাইনিজ, বাংলা ও হাউসা ইত্যাদি।
হজের কার্যক্রম সম্পন্ন করতে সৌদি সরকার মক্কার পবিত্র মসজিদুল হারাম ও মদিনায় মসজিদে নববিতে বসিয়েছে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর টাচস্ক্রিন এই রোবট।
মক্কা মসজিদুল হারাম ঘিরে বায়তুল্লাহ কাবার প্রাঙ্গন ও মদিনা মনোয়ারায় হজযাত্রীদের জন্য বিশ্বের ১১ ভাষায় তাৎক্ষণিক অনুবাদের মাধ্যমে সেবা দিতে প্রস্তুত করা হয়েছে চার চাকার এ রোবটগুলো।
এছাড়া রোবটগুলো বিভিন্ন স্মার্ট পরিষেবাও প্রদান করবে। এগুলো হলো: জীবাণুমুক্তকরণ, আচার-অনুষ্ঠান সম্পর্কে দর্শনার্থী ও তীর্থযাত্রীদের গাইড করা এবং প্রশ্নের উপর ফতোয়া (ধর্মীয় আদেশ) প্রদান করা।
সৌদি জেনারেল প্রেসিডেন্সি ফর অ্যাফেয়ার্স জানিয়েছে, এই মাসের হজ যাত্রার আগে ১১টি রোবট পবিত্র কাবায় অবস্থিত গ্র্যান্ড মসজিদে জীবাণুমুক্তকরণের কাজে ব্যবহার করা হয়েছে। রাষ্ট্রীয় সংবাদসংস্থা জানিয়েছে, কোনো মানুষের সহযোগীতা ছাড়াই রোবটগুলো আট ঘণ্টা কাজ করতে সক্ষম।