1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মায়ের বুক খালি করে চলে গেল পারভেজ, প্রশ্ন একটাই আমার ছেলেটা কী ভুল করেছিল দিনাজপুরে গাবুড়া বাজারে জমে উঠেছে গ্রীষ্মকালীন টমেটোর বাজার লামায় লুটপাটের মামলায় শওকত আকবরকে কারাগারে প্রেরণ  ক্লিন ইমেজের প্রার্থী ডা.এস এম রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে জনসমুদ্রে পরিণত হয় বরমী বাজারের বিএনপি’র প্রোগ্রাম গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির কমিটি পরিচিতি ও নবীন বরণ গ্যাস সেতু নির্মাণসহ ৫ দফা দাবি নিয়ে ভোলায় ছাত্র-জনতার বিক্ষোভ ও জেলা প্রশাসককে স্মারকলিপি লামায় তিনদিন ব্যাপী ট্যুরিজম ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে বগুড়ায় বার্মিজ ধারালো চাকুসহ হত্যা মামলার আসামি গ্রেফতার ৬ দফা বাস্তবায়নের দাবীতে নেত্রকোণায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের মানববন্ধন ও স্মারকলিপি বান্দরবানে ঐতিহাসিক রাজার মাঠে প্রথম বার জামায়াতে ইসলামীর বিশাল কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত 

নতুন অপহরণ মামলা দায়েরের ৩ ঘন্টার মধ্যে ২৯ টি মামলার আসামী রাজশাহীতে গ্রেপ্তার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৯১ বার পঠিত

নতুন অপহরণ মামলা দায়েরের ৩ ঘন্টার মধ্যে ২৯ টি মামলার আসামী রাজশাহীতে গ্রেপ্তার

জিয়াউল কবীর:

আরএমপি রাজপাড়া থানা পুলিশ ২৯টি মামলার আসামীকে নতুন অপহরণ মামলায় গ্রেফতার করেছে। নগরীর রাজপাড়া থানায় মামলা দায়েরের ৩ ঘন্টার মধ্যেi মুক্তিপণ আদায়ের অভিযোগে তাদের গ্রেপ্তার করতে সমর্থ হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন লিটন (৩৪), আলাল উদ্দিন ড্যানি (৫০),রতন আলী হিরা (৩৬) ও জাহিদুল ইসলাম জাহিদ (৩৭)। লিটন রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার আলীগঞ্জের মো: শাহাজাহানের ছেলে, আলাল উদ্দিন একই থানার দাশপুকুর গ্রামের মৃত ছইরুদ্দিনের ছেলে, রতন আলী হিরা বুলনপুরের মৃত তিনকড়ির ছেলে ও জাহিদুল ইসলাম জাহিদ কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়ার মো: আমিরুল ইসলাম আমিরের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী জেলার তানোর থানার আক্তার হোসেন জমি জমা সংক্রান্ত বিষয়ে চার বছর পূর্বে রাজশাহীর আদালতে একটি বাটোয়ারা মামলা করেন। গত ২৯ ফেব্রুয়ারি উক্ত মামলার শুনানিতে সকাল ১০ টায় তিনি রাজশাহী কোর্টে আসেন এবং উকিলের সাথে সাক্ষাৎ করে সকাল সাড়ে ১০ টায় চলে যেতে থাকলে আসামি ড্যানি ও জাহিদ বাদিকে ভয় দেখিয়ে একটি ফাঁকা জায়গায় নিয়ে যায়। সেখানে পূর্ব হতে অবস্থান করা আসামি লিটন ও হিরাসহ সকলেই আক্তারকে এলোপাথাড়ি মারপিট করে এবং বারোশ টাকা কেড়ে নেয়। আসামিরা আক্তার হোসেনের কাছে আরও ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এরপর আসামিরা আক্তারের কাছ থেকে তার ছেলের মোবাইল নম্বর নিয়ে তার কাছ থেকে বিকাশের মাধ্যমে ১৫ হাজার টাকা গ্রহণ করে। এ বিষয়ে কাউকে বলে মেরে ফেলার হুমকি দিয়ে ছেড়ে দেয়। বাদি আক্তার হোসেন এ ব্যাপারে রাজপাড়া থানায় অপহরণ মামলা দায়ের করলে আরএমপি’র বোয়ালিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার বিভূতি ভূষন বানার্জীর তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হাফিজুল ইসলাম ও সহকারী পুলিশ কমিশনার মাহমুদুল হাসানের দিক নির্দেশনায় রাজপাড়া থানা পুলিশের একটি টিম আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেন।
রাজপাড়া থানার অফিসার ইনচার্জ রফিকুল হকের নেতৃত্বে, পুলিশ পরিদর্শক (তদন্ত) বদিউজ্জামান, এসআই কাজল কুমার নন্দী, এএসআই মজনু মিয়া, এএসআই আয়ুব রানা, কনস্টেবল আল আমিন, কনস্টেবল বদিউজ্জামান আজ বুধবার রাজপাড়া থানার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করেন বলে জানা গেছে।
আসামিদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, প্রতারণা ও মাদকসহ বিভিন্ন আইনে ২৯ টি মামলা থাকায় তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে দ্রুত জেল হাজতে পাঠানো হয় বলে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD