চাঁপাইনবাবগঞ্জ নাচোল খাদ্য গুদামের কুলির সর্দার মজিবুরের বিরুদ্ধে এক নারীকে হত্যা চেষ্টার অভিযোগ
মোঃ সুফিয়ান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার গুঠইল গ্রামে এক বিধবা মহিলাকে মেরে ফেলার উদ্দেশ্যে বিবস্ত্র করে মারধর করার অভিযোগ পাওয়া যায়। ওই বিধবা মহিলা দুই সন্তানের জননী। বিধবা মহিলা তার সম্পত্তি বুঝিয়া চাইলে বখাটে মজিবুর, শিরিন ও বেবি এবং মাশরুফা গালিগালাজ করার এক পর্যায়ে অনিধিকার বাড়িতে প্রবেশ করে। বিধবা মহিলার নিজ বাড়িতে প্রবেশ করে রড দিয়ে মারধর করেন। মারধরের এক পর্যায়ে বিধবা মহিলা জ্ঞান হারিয়ে ফেলেন। এবং মহিলার গলাই থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায় । বাড়ির ভেতরে চেঁচামেচি শুনে কয়েকজন পথচারী বাড়ির ভেতরে প্রবেশ করলে ঘাতক মজিবুর সহ শিরিন ও বেবি বাড়ির ভেতর থেকে বেরিয়ে যায়।
এমতাবস্থায় পথচারীগণ অজ্ঞান অবস্থায় বিধবা মহিলাকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেন।
এ বিষয়ে নাচোল থানায় বিধবা নারীর ছেলে আব্দুল্লাহ বাদি হয়ে একটি এজাহার দায়ের করেন।
এ বিষয়ে নাচোল থানার (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তারেকুর রহমান সরকার বলেন মামলা হয়েছে তদন্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।