পরীক্ষা ছাড়াই ব্লাড ব্যাংকে চলছে রক্ত সংগ্রহের কাজ
আল-আমিন(আলিফ) ঢাকা
রাজধানী মোহাম্মদপুরে অবস্থিত রেডিয়াম ব্লাড ব্যাংক এন্ড ট্রান্সফিউশন নামের এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে রক্ত সংগ্রহে উঠেছে অনিয়মের অভিযোগ।
এক দল রক্ত অনুসসন্ধানী কর্মী সাভারের বিভিন্ন জায়গা থেকে রক্ত দাতাদের কাছ থেকে রক্ত সংগ্রহ করে চলেছে। বৃহস্পতিবার (২২ জুন) খবর পেয়ে সাভারের থানা রোডে ঘটনাস্থল ছুটে যান ভূমি সহকারী শহিদুল ইসলাম ও স্বাস্থ্য বিভাগের একটি টিম। ‘ সেখানে গিয়ে দেখতে পায় বিভিন্ন লোকের কাছ থেকে রক্ত সংগ্রহ করছে কয়েক জন রক্ত অনুসন্ধান পরিচয়দানকারী লোক। তাদের কাছে জানতে চাইলে তারা নিজেকে ব্লাড ব্যাংক এর কর্মী হিসাবে পরিচয় দেন, এবং একটি ভিজিটিং কার্ড বের করে দেন রেডিয়াম ব্লাড ব্যাংক এন্ড ট্যান্সফিউশন সেন্টার নামের প্রতিষ্ঠানের। সাভার স্বাস্থ্য বিভাগ, তাদের কাছে সনদ চাইলে দিতে অপারগতা স্বীকার করে। পরে থানা প্রশাসন এর সহায়তায় বিচারের আওতায় আনা হয়। ‘ এবিষয়ে রক্ত সন্ধানী গ্রুপের কাছে জানতে চাইলে তারা রেডিয়াম ব্লাড ব্যাংক এন্ড ট্যান্সফিউশন সেন্টার নামের একটি কার্ড বের করে দেন। রক্ত নির্ণয় করা যন্ত্রপাতি, সনদ না থাকায় পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের জেল জরিমানা করার আদেশ দেন। ‘ থানা রোডের একটি বাসা থেকে জব্দ করা হয় বিপুল পরিমান রক্তসহ ব্যাগ ও অন্যান্য সামগ্রী॥
তারা নেশাগ্রস্থ থেকে শুরু করে যাকে পায় তার কাঁছ থেকেই রক্ত সংগ্রহ করে এবং বিভিন্ন শহরে বিক্রি করে থাকে বলে জানা যায় ॥
একজন রক্ত দাতা জানায়, ক্রস ম্যাচ না করেই ক্রস ম্যাচিং করতে যে সকল পরিক্ষা করা লাগে তা না করেই হাতে লিখে দিয়েছেন যে পরীক্ষা হয়ে গেছে ..
আরো জানা যায়, রক্ত সন্ধানী গ্রুপের কাহারো কাছে রক্ত সংগ্রহ করার কোন সনদ নেই’,
এ বিষয়ে জানতে চাইলে অপরাধ স্বীকার করেছেন তারা।