রাজশাহীতে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার।
___________রাজশাহী ব্যুরো
রাজশাহী জেলার বাঘা উপজেলায় একটি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ আজিবুল নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বাঘা থানাধীন হেলালপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আজিবুল বেলপুকুর থানাধীন জামিরা গ্রামের জনাব আলীর ছেলে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে র্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, উক্ত স্থানে একজন ব্যক্তি অবৈধ মাদকসহ অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে পৌছা মাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায়, তার নিকট অবৈধ অস্ত্র ও গুলি আছে। পরবর্তীতে তার দেহ তল্লাসী করে অস্ত্র, ম্যাগজিন ও গুলি উদ্ধার করে।
গ্রেপ্তারকৃত আসাইমর বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে জানায় র্যাব।